E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৌদি পৌঁছেছেন ৭৪ হাজার হজযাত্রী

২০১৭ আগস্ট ১৮ ১৩:৪৬:০৮
সৌদি পৌঁছেছেন ৭৪ হাজার হজযাত্রী

স্টাফ রিপোর্টার : চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত ৭৪ হাজার ১৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৩৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০ হাজার ৮১৫ জন হজযাত্রী রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১৩টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১১৭টিসহ মোট ২৩০টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে গেছেন। বর্তমানে তারা মক্কা ও মদিনায় অবস্থান করছেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। গতকাল পর্যন্ত ভিসা ইস্যু হয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৮৪ জনের। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এবার চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হবে। গত ২৪ জুলাই থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট, শেষ হবে ২৮ আগস্ট। হজ শেষে ফিরতি ফ্লাইট ৬ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৫ অক্টোবর পর্যন্ত।

(ওএস/এসপি/আগস্ট ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test