E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মানবতায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল’

২০১৭ সেপ্টেম্বর ১২ ১৭:৪২:৩২
‘মানবতায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল’

স্টাফ রিপোর্টার : মানবতার জন্য বাংলাদেশ বর্তমানে বিশ্বের রোল মডেল উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সম্প্রতি মিয়ানমারের সভ্যতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মিয়ানমারের গণহত্যা বন্ধের দাবিত বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন সংসদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালে এ ধরনের ঘটনার শিকার হয়েছিল বলে এর বেদনা আমরা বুঝি। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে সাময়িকভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাদের অনুকূল পরিবেশ নিশ্চিত করেছেন।

তিনি গণহত্যা বন্ধ এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, মিয়ানমারের সংকটের বিষয়ে বাংলাদেশ যে অনন্য নজির সৃষ্টি করেছে তা বিশ্বে বিরল। মানবতার জন্য বাংলাদেশ বর্তমানে বিশ্বের রোল মডেল।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দর রাজ্জাক শাকিলের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায়, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল, বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেক, আওয়ামী লীগ নেতা এম. এ করিম প্রমুখ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test