E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হজ শেষে দেশে ফিরেছেন ২৯ হাজার ২২৫ হাজি

২০১৭ সেপ্টেম্বর ১৩ ১২:৩৯:১৮
হজ শেষে দেশে ফিরেছেন ২৯ হাজার ২২৫ হাজি

স্টাফ রিপোর্টার : পবিত্র হজ পালন শেষে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ফিরেছেন ২৯ হাজার ২২৫ জন হাজি। গত ৬ সেপ্টেম্বর ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৫টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪১টিসহ মোট ৭৬টি ফ্লাইটে তারা দেশে ফেরেন।

ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বছর হজ পালন করতে গিয়ে মোট ১০৩ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ ৮২ জন ও মহিলা ২১ জন। তাদের মধ্যে মক্কায় ৭৭ জন, মদিনায় ৯ জন, জেদ্দায় ১ জন ও মিনায় ১৬ জন মারা যান।

সর্বশেষ গতকাল মঙ্গলবার বগুড়া জেলার রোকেয়া বেগম (৬৭) মদিনা আল-মুনাওয়ারায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর বিএম-০৩৯২২৮২ ।

এ দিকে মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ হজ অফিস, মক্কার কনফারেন্স কক্ষে শেষ পর্যায়ে আগত সকল সরকারি হজ গাইডদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় হজ গাইডদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করার পাশাপাশি হাজিদের মদিনা যাওয়ার ব্যাপারে আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে মক্কাস্থ কনসাল (হজ), মৌসুমী হজ অফিসারসহ প্রশাসনিক এবং আইটি দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test