E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকায় রুশনারার প্রশংসা

২০১৭ সেপ্টেম্বর ১৮ ১২:০৪:০০
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকায় রুশনারার প্রশংসা

স্টাফ রিপোর্টার : মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় ও বেসরকারি সংস্থাসমূহকে প্রবেশ করতে দিয়ে বাংলাদেশ নৈতিক সাফল্য অর্জন করেছে বলে ভূয়সী প্রশংসা করেছেন সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী। ব্রিটিশ বাণিজ্য প্রতিনিধিদলের নেতা রুশনারা আলী রবিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠককালে এ প্রশংসা করেন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সশস্ত্রবাহিনীর সহিংসতার কারণে সৃষ্ট মানবিক সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, সংখ্যালঘু জাতিসত্ত্বার জনগণের ওপর মিয়ানমার সরকারের এই আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

এই প্রেক্ষাপটে যুক্তরাজ্য থেকে অবশ্যই বাংলাদেশে সাহায্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি ও তার প্রতিনিধিদল শক্তিশালী অবকাঠামোসহ রেলওয়ে সেক্টরের উন্নয়নেও বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং সামনের মেগা প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য ব্রিটিশ কোম্পানিগুলো থেকে লাভজনক রফতানিমুখী ঋণ গ্রহণেরও প্রস্তাব দেন।

চলতি বছর মার্চ মাসে অনুষ্ঠিত স্ট্র্যাটেজিক ডায়লগ ও লর্ড আহমদ অফ উইমবলডনের সফরের প্রসঙ্গ উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test