E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমাবেশ শেষে মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে হেফাজত

২০১৭ সেপ্টেম্বর ১৮ ১২:৫৭:০২
সমাবেশ শেষে মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে হেফাজত

স্টাফ রিপোর্টার : রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে আজ সোমবার ঢাকায় মিয়ানমারের দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম। এ লক্ষ্যে আজ বেলা ১১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে সমবেত হয়েছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেখানে তাদের সমাবেশ চলছে।

বায়তুল মোকাররমের সামনের সমাবেশ শেষে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মিয়ানমারের দূতাবাসের অভিমুখে রওনা করবেন।

সমাবেশ ও দূতাবাস ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করছেন নুর হোসেন কাসেমি।

ইতোমধ্যে দলে দলে বিভিন্ন অঞ্চল থেকে সমাবেশে যোগ দিয়েছেন হেফাজতের নেতাকর্মীরা। সমাবেশে বিক্ষুব্ধ মুসল্লিরা শ্লোগান দিচ্ছেন, “বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, আরাকান স্বাধীন করো, বিশ্ব মুসলিম লড়াই করো মিয়ানমারকে ধ্বংস করো’। ‘আমরা আনসার’ ‘রোহিঙ্গা ভাইরা মেহমান’।

সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধানমন্ত্রী আপনি দেখে যান আরাকান স্বাধীন করার জন্য লাখ লাখ মুসলমান প্রস্তুত রয়েছে। আর কোনো রোহিঙ্গার জীবন হুমকির মুখে পড়তে দেয়া হবে না। অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। আমরা আরাকানে যুদ্ধ করতে প্রস্তুত। অস্ত্র দিন নইলে কূটনীতিক পদ্ধতিতে মিয়ানমারকে নির্যাতন বন্ধে বাধ্য করুন।

সমাবেশে উপস্থিত আছে ঢাকা মহানগরীর সহ-সভাপতি আব্দুর রব ইউসুফী, হেফাজতের ঢাকা মহানগরের নায়েবে আমীর হযরত মাওলানা মাহবুবুল হক, সহ-সভাপতি আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. ঈশা সাহিদি, হেফাজতের ইসলামের নেতা ও মিরপুর জামেয়া ইমদাদিয়া মাদ্রাসার মুহতামিম আবু তাহের জিহাদি, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জোনায়েদ আল হাবিব, ঢাকা মহানগরের সহসভাপতি মুজিবুর রহমান, আজিজুল হক, ও নুরুল ইসলাম জেহাদি প্রমুখ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test