E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজালালে কোটি টাকার স্বর্ণ জব্দ

২০১৭ সেপ্টেম্বর ২০ ১৩:৪৩:৫২
শাহজালালে কোটি টাকার স্বর্ণ জব্দ

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিমানের ফ্লাইট থেকে ২০টি স্বর্ণবার আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা। বুধবার সকাল ৭টায় বাংলাদেশ বিমানের মালয়েশিয়া থেকে আসা বিজি-০৮৭ বিমানের সিটের নিচে লুকানো ২০টি সোনার বার উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ফ্লাইটটি অবতরণের পূর্বেই বিশেষ নজরদারি রাখেন। বিমানটি অবতরণের পরে শুল্ক গোয়েন্দা দল তল্লাশিকালে বিমানের একটি সিটের নিচ থেকে এ সব সোনার বার উদ্ধার করেন। তবে ওই সিটে কোনো যাত্রী ছিল না।

স্বর্ণবারগুলো কালো, হলুদ এবং বাদামি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় দু’টি প্যাকেটে পাওয়া যায়। পরবর্তীতে কাস্টমস হলে এনে বিভিন্ন সংস্থার সামনে স্কচটেপ মোড়ানো ২টি প্যাকেট খুললে ১০টি করে মোট ২০টি সোনার বার পাওয়া যায় ।

স্বর্ণবারগুলোর প্রতিটির ওজন ১০০ গ্রাম এবং মোট ওজন ২ কেজি। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজারমুল্য এক কোটি টাকা।

এই আটকের ঘটনায় শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test