E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মেধাবী ছাত্র লোটনের চিকিৎসা বন্ধের পথে

২০১৯ মার্চ ২০ ১৬:৫২:৩৭
মেধাবী ছাত্র লোটনের চিকিৎসা বন্ধের পথে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : অর্থাভাবে সড়ক দুর্ঘটনায় আহত মেধাবী ছাত্রর চিকিৎসা বন্ধের পথে। ছেলের চিকিৎসার জন্য অসহায় পিতা দেশের বিত্তবানসহ প্রধানমন্ত্রীর সহযোগীতা কামনা করেছেন।

বরিশালের আগৈলঝাড়ার পূর্বসুজনকাঠী গ্রামের বজলুর রহমান তালুকদারের ছেলে ও সরকারী গৌরনদী কলেজের স্নাতক ৩য় বর্ষের মেধাবী ছাত্র ওহিদুজ্জামান লোটন গত ৮মার্চ শহরের বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। মুমুর্ষ অবস্থায় লোটনকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

লোটনের পিতা বজলুর রহমান সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী।

প্রতিদিন ছেলের চিকিৎসার জন্য প্রায় ৪০ হাজার টাকা খরচ হচ্ছে। এই দীর্ঘ দিনে ছেলেকে আইসিইউতে চিকিৎসা করাতে ইতোমধ্যেই পিতা বজলুকে তার সহায় সম্বল বিক্রি করতে হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন লোটনকে আরও দেড় মাস হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া প্রয়োজন। পিতার সামর্থ শেষ হওয়ায় বর্তমানে টাকার অভাবে মেধাবী ছাত্র লোটনের চিকিৎসা বন্ধের পথে।

লোটনের বাবা বজলুর রহমান ছেলের চিকিৎসায় দেশের বিত্তশালীসহ প্রধান মন্ত্রীর আশু দৃস্টি কামনা করেছেন। সাহায্য-সহযোগীতার জন্য ০১৭১৫০১০০৯১ যোগাযোগের অনুরোধ করেছেন হতভাগ্য পিতা।

(টিবি/এসপি/মার্চ ২০, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test