E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বপ্নের সিঁড়িতে অদম্য মেধাবী মোবারক

২০১৪ অক্টোবর ২৮ ১৭:২৩:৩৭
স্বপ্নের সিঁড়িতে অদম্য মেধাবী মোবারক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : দরিদ্র ভ্যান চালকের সন্তান অদম্য মেধাবী মোবারক হোসেন তার দেখা স্বপ্নের পথে পা রেখেছেন। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি। এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫। সবশেষ রবিবার প্রকাশিত ফলাফলে মোবারক ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। এ যেন ভাঙ্গা ঘরে চাঁদের আলো।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগেও ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোবারক। ভ্যানচালক বাবা মজিবর রহমান মা মইফুল খাতুনের চোখে আনন্দাশ্রু। সঙ্গে আর্থিক দৈন্যতার চিন্তা।

তবে মোবারকের মনোবল অদ্যমই। বলেন, ‘আমি আমার দেখা স্বপ্নের কাছাকাছি এসে গেছি। যে করেই হোক ডাক্তার আমি হবোই। কারণ মানব সেবার অপার সুযোগ রয়েছে এই পেশায়। আমি আমাদের মতো দরিদ্র মানুষের পাশে থাকতে চাই।’

পাবনার চাটমোহর উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার দূরের ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী পূর্বপাড়া গ্রামে সোমবার মোবারকের বাড়িতে গিয়ে এসব কথা হয় তার সঙ্গে। অজঁপাড়া গাঁয়ের ছোট্ট একটি বনের বেড়ার টিনের ঘরের একাংশে একটা চকি পাতা। পাশে টেবিলে বইপত্র। পরিবারের অন্যরা থাকেন আরেকটা ছোট ঘরে। উঠোনে খড়ের একচালা রান্না করার ছাউনি। বাড়িতে বিদ্যুৎ নেই। জ্বলছে কুপি বাতি। মোবারকের ঘরের সামনে একটা সন্ধ্যা মালতীর ঝাড়ে ফুল ফুটেছে। ফুল ফুটেছে দরিদ্র পরিবারটিতেও।

দরিদ্র ভ্যানচালক মজিবর রহমান বলেন, ‘দিন আনা দিন খাওয়া সংসার আমার। ১১ বছর ভ্যান চালিয়েই ছেলেকে পড়াইচি। তার আগে করিচি দিন মজুরি। দুইছেলে, একমেয়ে। পাঁচজনের সংসার। বাড়ির এই ১৬ শতাংশ জমি আমার সম্বল।’

অভাবী সংসারে কান্ডারী মইফুল খাতুন বলেন, ‘ছেলে আমার সোনার টুকরা। ওকে দেখে কষ্ট ভুলে যাই। এখন ভয় একটাই। ওর স্বপ্ন পূরণ হবিতো। আমরা গরীব। নূন আনতে পান্তা ফুরায়’

বোয়ালমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, ‘অসম্ভব ভদ্র ও ভালো ছাত্র সে। আমাদের স্কুলের ছাত্র সেই সম্ভবত এবার প্রথম ডাক্তার হতে যাচ্ছে।’

চাটমোহর ডিগ্রি (অনার্স) কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘মোবারক কলেজের সুনাম এনে দিয়েছে। সে খুব ভালো ছাত্র। আমরা তাকে সহযোগিতা করেছি। সে বড় মানুষ হবে এটা বুঝেছি।’

(এসএইচএম/এএস/অক্টোবর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test