E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে প্রার্থীদের নিয়ে এসপির মতবিনিময়

২০১৫ ডিসেম্বর ২৩ ২১:২৯:১৭
রায়পুরে প্রার্থীদের নিয়ে এসপির মতবিনিময়

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:ভোট গনতান্ত্রিক অধিকার এবং আমাদের সমাজে দুর্নীতির কারনে সু-শাসন তৈরী হয় না। আপনারা (প্রার্থীরা) এসময় সীমা লংঘণ করবেননা এবং  মানুষের জন্য কাজ করতে হবে। নির্বাচন নিয়ে বিন্দুমাত্র টলারেট করবোনা। নির্বাচনী আচরণ বিধি যথাযথ পালন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পৌরসভা নির্বাচনে অংশগ্রহনকারী মেয়র সহ কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় লক্ষ্মীপুরের পুলিশ সুপার  এ কথাগুলো বলেন।

মঙ্গলবার রাতে রায়পুর থানার ডেলিভারী সেন্টার কক্ষে ওসি মোঃ লোকমান হোসেনের পরিচালনায় মতবিনিময় সভা হয়। এতে আ’লীগ-বিএনপি-জাতীয়পার্টি-ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এবং ৬ সংরক্ষিত নারী কাউন্সিলরসহ ৪১ কাউন্সিলর প্রার্থী, সাংবাদিক ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনপি মেয়র ও কয়েকজন কাউন্সিলর প্রার্থীর অভিযোগের জবাবে পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান বলেন, পুলিশ সবকিছু করতে পারে। ১৩টি ভোট কেন্দ্রে অস্ত্র সহ পুলিশ সতর্ক থাকবে। পৃথক ৩টিম কাজ করবে। আপনারা লিডারশীফের যোগ্যতা অর্জন করুন। দলমতনির্ভিশেষে আমরা কাজ করবো। কোন ব্যাক্তি আহত হলে উভয় গ্রুফকেই আটক করে মামলা হবে এবং আদালতে দ্রুত চার্জশীট দেওয়া হবে। এ মামলায় ফাইনাল রিপোর্ট দেওয়া হবেনা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন , মেয়র প্রার্থী ইসমাইল হোসেন খোকন, এবিএম জিলানী, চৌধুরী আব্দুল ওয়াদুদ মৃধ্যা, জাকির হোসেন পাটওয়ারী, মাইনুল ইসলাম এবং কাউন্সিলর প্রার্থী আইনুল কবির মনির, বেলায়েত হোসেন, আবু জাহের, কামাল হোসেন প্রমুখ।


(এমআরএস/এস/২৩ ডিসেম্বর ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test