E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘পৌর নির্বাচন নিয়ে নোংরামির খেলায় মেতেছে সরকার’ ‍

২০১৫ ডিসেম্বর ২৪ ১২:৫৮:৩৯
‘পৌর নির্বাচন নিয়ে নোংরামির খেলায় মেতেছে সরকার’ ‍

স্টাফ রিপোর্টার : রাজধানী থেকে ভারাটে সন্ত্রাসী নিয়ে বিভিন্ন পৌর এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের ‍ওপর সরকার দলের লোজন তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, পৌর নির্বাচনী এলাকায় বিএনপির দলীয় নেতাকর্মীদের মারপিট ও তাদের বাড়িঘরে হামলা চালিয়েছে সরকার দলীয় সন্ত্রাসীরা। মারপিট ও হামলা করে ক্ষ্যন্ত হননি তাদের নানা ধরনের ভয়ভীতি দেওয়‍া হচ্ছে। পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির যে সকল নেতাকর্মীরা কথা বলছেন বা ভোট চাইছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। নানা ভাবে হয়রানী করা হচ্ছে তাদের। মূল পৌর নির্বাচন নিয়ে সরকার নোংরামির খেলায় মেতেছে।

তিনি বলেন, প্রশাসনের নিরপেক্ষতা বলতে কিছু নেই। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। সাতক্ষীরা, বিরামপুর, ব্রাহ্মণবাড়িয়া, সাভার, খাগড়াছড়ি, ময়মনসিংহ, গৌরীপুরসহ বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থী সমর্থকদের উপর নির্যাতন চালানো হয়েছে। তারা যাতে কোনো ভাবে ভোটারদের কাছে না যেতে পারে।

বিভিন্ন জায়গায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মারপিট করা হচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

নির্বাচন আদৌ সুষ্ঠু হচ্ছে কিনা সন্দেহ করছেন রিজভী। তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের আলালের দুলাল। তাদের নির্দেশনা কেউ মানছে না। সন্ত্রাসীদের ভয়ে সাধারণ ভোটাররাও আতঙ্কে রয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবীব, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test