E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোরেলগঞ্জে নির্বাচনি সহিংসতা আহত ৭ 

২০১৫ ডিসেম্বর ২৮ ১৭:৫০:২৬
মোরেলগঞ্জে নির্বাচনি সহিংসতা আহত ৭ 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির মেয়র প্রার্থী আব্দুল মজিদ জব্বারের বাড়িতে ঢুকে তাকেসহ তার স্ত্রী রিনা বেগমসহ ৬ জনকে পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা।

সোমবার দুপুর ১টার দিকে এ হামলার পর একই দুর্বৃত্তরা উপজেলা সদরের কর্মকারপট্টি এলাকায় জিটিভির বাগেরহাট জেলা প্রতিনিধি জামাল হোসেন বাপ্পাকে মারপিট করে তার দু’টি মোবাইল ফোন কেড়ে নিয়ে তার মটরসাইকেলটি খালে ফেলে দেয়। সাংবাদিকের উপর হামলার পর নিরাপত্তার অভাবে বিকালে মোরেলগঞ্জ ছেড়ে স্থানীয় অনেক সাংবাদিক জেলা সদরে এসে আশ্রয় নিয়েছে। একই দিন সকালে পিটিয়ে আহত করা হয়েছে অপর এক দোকান মালিককে।

মোরেলগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী আব্দুল মজিদ জব্বার জানান, দুপুর ১টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনিরুল হক তালুকদারের কর্মীরা আকস্মিক ভাবে তার বাড়িতে হামলা করে। ২০/২৫জনের দুর্বৃত্ত দলটি দা, লাঠিসোটা নিয়ে মারপিট করে তাকেসহ তার স্ত্রী রিনা বেগম ও ছোট ভাই অধ্যাপক আব্দুল আহাদ টিপু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক শিকদার রফিকুল ইসলাম, বিএনপি নেতা আবজাল জোমাদ্দার ও পৌর ছাত্রদলের সহসভাপতি জাকির হোসেনকে আহত করে। পরে পুলিশ পাহারায় বাড়িতে ডাক্তার ডেকে তাদেরকে চিকিৎসা নিতে হয়েছে।

আওয়ামী লীগ প্রার্থীর এসব দুর্বৃত্ত কর্মীরা তাকেসহ আহত নেতাদের বাড়ি থেকে বের হতে দিচ্ছেনা। দলীয় প্রার্থীর উপর হামলার বিষয়টি পুলিশকে জানানো হলেও তারা কোন ব্যাবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন জেলা বিএনপি সহ-সভাপতি সাবেক এমপি শেখ মুজিবর রহমান। তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনিরুল হক তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, কারা হামলা চালিয়েছে এটি আমার জানা নেই। আমার কোন কর্মী সমর্থক এই হামরার সাথে জড়িত নয়। এদিন সকাল থেকেই শাসকদলের ক্যাডাররা মোরেলগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় হামলা করে।

সকাল ১১টার দিকে ভাংচুর চালায় বাস স্ট্যান্ডের তালুকদার এন্টার প্রাইজে। এ সময় ওই দোকানের মালিক খলিলুর রহমান তালুকদারকে পিটিয়ে গুরুতর আহত করে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে। খাল থেকে সাংবাদিকের গাড়িটি উদ্ধার করা হয়েছে ও কেড়ে নেয়া মোবাইল ফোন দু’টিও উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে ওসি দাবী করেছেন। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর নির্বাচনে রির্টানিং অফিসার মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

(একে/এএস/ডিসেম্বর ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test