E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রস্তুত দিনাজপুর

২০১৫ ডিসেম্বর ২৯ ১৭:০০:৩৩
প্রস্তুত দিনাজপুর

দিনাজপুর প্রতিনিধি : সারাদেশের মত দিনাজপুর জেলার ৫টি পৌরসভায় অনুষ্ঠিত হবে ভোটগ্রহন।  দিনাজপুরের ৫টি পৌরসভায় মেয়র পদে ২৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ২০৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৪ জন কালকের ভোটযুদ্ধে লড়ছেন।

৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৩টি অধিক ঝুঁকিপূর্ণ ও ১১টি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর হতে স্ব স্ব নির্বাচন অফিস থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী কাজে ব্যবহৃত সরঞ্জামাদি নিয়ে ভোট কেন্দ্রে পৌচেছে প্রিজাইডিং কর্মকর্তাসহ নির্বাচনীকাজে নিয়োজিতরা। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে মঙ্গলবার সকাল থেকেই দিনাজপুরসহ সংশ্লিষ্ট পৌরসভাগুলোতে বিজিবি, র‌্যাব, পুলিশ ও ম্যাজিষ্ট্রেটের সমন্বয়ে টহল দিতে শুরু করেছে স্ট্রাইকিং ফোর্স।

পৌরসভা নির্বাচনে দিনাজপুর পৌরসভায় মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন, বীরগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন, ফুলবাড়ী পৌরসভায় মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন, বিরামপুর পৌরসভায় মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন ও হাকিমপুর পৌরসভায় মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৫টি পৌরসভার ৯৩টি’র মধ্যে ৬৩টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ও ১১টি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিনাজপুরে ৪৫টি, বীরগঞ্জে ৩টি, ফুলবাড়ীতে ২টি, বিরামপুরে ৫টি ও হাকিমপুরে ৮টি অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। ৫টি পৌরসভায় ঝুঁকিহীন ভোট কেন্দ্রের সংখ্যা ১৯টি।

এদিকে দিনাজপুর জেলার ৫টি পৌরসভায় অবাধ, শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ৯৬টি ভোট কেন্দ্রে ২ হাজার ৮৫০ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। ভোট গ্রহণের জন্য ২ হাজার ৯২৮ জন কর্মকর্তাকে নিয়োজিত করা হয়েছে।

দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, জেলার ৫টি পৌরসভার ৯৬টি ভোট কেন্দ্রে অবাধ, শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে ভোট গ্রহণের জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৫টি পৌরসভায় মোট ২ লক্ষ ৪ হাজার ৬১৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৪৫৩ জন ও মহিলা ১ লক্ষ ৪ হাজার ১৬২ জন। ৫টি পৌরসভায় ৪৮টি সাধারণ এবং ১৬টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে।

ভোট গ্রহণের সুবিধার্থে ৯৩টি ভোট কেন্দ্র এবং তৎসঙ্গে অস্থায়ী ৩টি ভোট কেন্দ্রসহ ৯৬টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে মোট ৭০৮টি ভোট কক্ষ স্থাপন করা হয়েছে। প্রতিটি কক্ষেই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণের কাজে মোট ২ হাজার ৯২৮ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রত্যেকটি কেন্দ্রে ১ জন প্রিজাইডিং অফিসার ও প্রতিটি ভোট কক্ষে ১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৩ জন পুলিং অফিসার নিয়োজিত থাকবে। এদের মধ্যে ৯৬ জন প্রিজাইডিং অফিসার, ৭০৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ হাজার ৮৩২ জন পুলিং অফিসার রয়েছে।


দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমিন জানান, ভোট গ্রহণের জন্য ৫টি পৌরসভায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোট কেন্দ্রে এবং টহল ডিউটিতে মোট ২ হাজার ৮৪৭ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। এদের মধ্যে ১ হাজার ১৪৩ জন পুলিশ, ১ হাজার ৩৪৪ জন আনসার, জেলায় বিজিবি মোতায়েন থাকবে ৬ প্লাটুন।

এর মধ্যে সদরে ২ প্লাটুন, বীরগঞ্জ ১ প্লাটুন, ফুলবাড়ী ১ প্লাটুন, বিরামপুর ১ প্লাটুন ও হাকিমপুর ১ প্লাটুন বিজিবি (মোট সদস্য ১৮০জন) ও র‌্যাব ৬ প্লাটুন। এর মধ্যে সদরে ২ প্লাটুন, বীরগঞ্জ ১ প্লাটুন, ফুলবাড়ী ১ প্লাটুন, বিরামপুর ১ প্লাটুন ও হাকিমপুর ১ প্লাটুন। (১৮০ জন র‌্যাব সদস্য) দায়িত্ব পালন করবেন। জেলার ৯৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৪টি গুরুত্বপূর্ণ ও ২২টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন পুলিশ সদস্য এবং ১৪ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। আনসারদের মধ্যে ৬ জন মহিলা সদস্য রয়েছে। সাধারণ কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৪ জন আনসার পুরুষ এবং মহিলা আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়াও জেলায় ১৬ জন নির্বাহী এবং ৫ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালতের দায়িত্বে নিয়োজিত থাকবেন। কোথাও কোন গোলযোগ বা ত্র“টিপূর্ণ সমস্যা দেখা দিলে এর সাথে সংশ্লিষ্ট অপরাধীকে আটক করে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতে বিচার কাজ সম্পন্ন করা হবে।

(এটি/এএস/ডিসেম্বর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test