E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কুয়াকাটার একটি কেন্দ্র স্থগিত, সংঘর্ষে আহত ২০

২০১৫ ডিসেম্বর ৩০ ১১:৪১:০৪
কুয়াকাটার একটি কেন্দ্র স্থগিত, সংঘর্ষে আহত ২০

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের পানজুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে পোলিং এজেন্ট এবং একজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

আধঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালীন বহিরাগতরা বুথের মধ্যে থাকা ব্যালট পেপার, ব্যালট বাক্স, কক্ষ ভাংচুর করে কিছু ব্যালট ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এ সময় পুলিশ পাচ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। আধাঘন্টা পর পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রনে আসলেও ভোটগ্রহন স্থগিত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ প্রার্থী আঃ বারেক মোল্লার সমর্থক একদল বহিরাগত সশস্ত্র ক্যাডাররা বুথের মধ্যে প্রবেশ করে ব্যালটে নৌকা মার্কায় সিল মারার খবর বাইরে ছড়িয়ে পরলে বিএনপি এবং জাতীয় পার্টির সমর্থকরা লাঠিসোঠা নিয়ে তাদের ধাওয়া করে। এরপর সংঘর্ষ সৃষ্টি হয়। অবশ্য এলাকাবাসী এ ঘটনার জন্য পুলিশকে দায়ী করছেন।

কক্ষভাংচুর এবং ব্যালট পেপার ও ব্যালট বাক্স ভাংচুর করায় ভোটগ্রহন সম্ভব না হওয়ায় স্থগিত করা হয়েছে বলে জানান ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ মাহবুবুর রহমান।

দায়িত্বরত পুলিশ অফিসার ওসি তারেকুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পাঁচ রাউন্ড ফাকা গুলি ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে বলে জানান তিনি।

এদিকে এ ঘটনার পর জাতীয়পার্টির প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদার অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষনা দেন।

(এসডি/এইচআর/ডিসেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test