E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে ৩০০ ব্যালট পেপার বাতিল

২০১৫ ডিসেম্বর ৩০ ১৩:০০:২৮
ঝিনাইদহে ৩০০ ব্যালট পেপার বাতিল

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাদপুর পৌরসভার দুধসরা ভোট কেন্দ্রে বহিরাগতরা অবৈধভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করে মেয়র ও কাউন্সিলরসহ ৩টি ব্যালেট বই ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩শত ব্যালেট পেপার বাতিল করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটলে পিসাইডিং অফিসার তা বাতিল করে দেয়।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাজ্জাদ হোসেন জানান, সকাল ৯টার দিকে কোটচাদপুর পৌরসভার দুধসরা ভোট কেন্দ্রের একটি কক্ষে বহিরাগত ভোটাররা প্রবেশ করে। এ সময় তারা ব্যালেট পেপার ছিনিয়ে নিয়ে মেয়র প্রার্থীর নৌকা, কাউন্সিলর প্রার্থীর ডালিম ও টেবিল ল্যাম্প প্রতিকে সিল মারতে থাকে। পোলিং এজেন্টরা পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ বাইগুলো উদ্ধার করে। সে সময়ে তারা পালিয়ে যায়। পরে ৩টি বইয়ের ৩শত ব্যালেট পেপার সিলগালা করে বাতিল করে দেওয়া হয়। ভোট কেন্দ্রটিতে ভোট গ্রহণ অব্যাহত রয়েছে। কেন্দ্রটিতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ৩০, ২০১৫)


পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test