E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান’

২০১৫ ডিসেম্বর ৩০ ১৩:৪৬:৩০
‘নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান’

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এইচটি ইমাম বলেছেন,  নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান।

তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। জামায়াত যেহেতু নির্বাচন করতে পারছে না, সেহেতু তারা সর্বশক্তি দিয়ে বিএনপিকে সহযোগিতা করছে এবং নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।’

কিছু জায়গায় বাড়াবাড়ি ছাড়া সুষ্ঠু ও আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) দলের পক্ষ থেকে অভিযোগ করতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক কে নিয়ে কমিশনার মো. শাহ নেওয়াজের কার্যালয়ে অবস্থান করছেন। সেখান থেকেই আওয়ামী লীগের পক্ষ থেকে তারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

অন্যদিকে, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুকের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট অন্য এক প্রতিনিধি দল কমিশনার জাবেদ আলী আলীর কার্যালয়ে অবস্থান করছেন। তবে দুপুর একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রাকিবউদ্দীন আহমদের সাক্ষাত পাননি কেউই।

কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের বিষয়ে এইচটি ইমাম বলেন, ‘এটি ইসির ব্যর্থতা নয়। সরকার শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে জিরো টলারেন্সে রয়েছে। এ সুযোগে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও প্রশাসনের বাড়াবাড়ির কারণে কোথাও কোথাও সহিংসতার সৃষ্টি হচ্ছে। এবিষয়ে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি যাতে তারা তাৎক্ষনিক ব্যবস্থা নিতে পারেন।’

বিএনপির অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা নতুন কোনো বিষয় নয়। ইতিপূর্বে তাদের নিজে নিজে গায়েব এবং উদয় হওয়ার ঘটনা আমরা দেখেছি। আমরা তাদের অভিযোগগুলো এভাবে দেখছি। তারা কাল্পনিক কিছু অভিযোগের নামে গালগল্প নিয়ে ইসিতে হাজির হয়েছে। কিন্তু আমরা সুনির্দিষ্ট তথ্য নিয়ে কমিশনকে অবহিত করতে এসেছি। কোনো মিথ্যা অভিযোগ নিয়ে আসিনি।

তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন শান্তিপূর্ণ করার স্বার্থে যে কোনো ধরণের ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা তাদের রয়েছে। তাই আমরা নির্বাচনের সার্বিক পরিস্থিতি তাদের অবহিত করতে এসেছি। তারা ব্যবস্থা গ্রহণ করছেন।

(ওএস/এএস/ডিসেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test