E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

২০১৫ ডিসেম্বর ৩০ ১৫:০২:৪১
শেরপুরে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার চারটি পৌরসভার ৬৪ টি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে ভোটরদের লাইন দেখা যায়। বিশেষ করে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। শৃংখলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন উপলক্ষে প্রতিটি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। যে কারণে পৌর নির্বাচনে জেলায় কোন বড় ধরণের গোলযোগের খবর পাওয়া যায়নি। কয়েকটি কেন্দ্রে স্থানীয় কাউন্সিলর ও মেয়র প্রার্থীদৈর পক্ষে গোলযোগের চেষ্টা করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা আর সম্ভব হয়নি।

সংবাদ পেয়ে দ্রুত স্ট্রাইকিং ফোর্স ও নির্বাচনী মোবাইল কোর্ট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শ্রীবরদী পৌরসভার এপিপিআই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে বেলা পৌনে ১২টার দিকে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ফকির মাহমুদ (৬৫) ও আজিজল হক (৪৫) সহ ৫ জন আহত হয়। পরে র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, নকলা পৌরসভার ১ নং ওয়ার্ডের মাওরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগে রফিজ উদ্দিন (২২) নামক এক যুবককে আটক করা হয়েছে বলে নকলা থানার ওসি গোলাম হায়দার জানিয়েছেন।

(এইচবি/এএস/ডিসেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test