E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোলার ৩ পৌরসভায় আ’লীগের মেয়র প্রার্থী জয়ী

২০১৫ ডিসেম্বর ৩০ ১৯:২৯:১৭
ভোলার ৩ পৌরসভায় আ’লীগের মেয়র প্রার্থী জয়ী

ভোলা প্রতিনিধি: ভোলা, দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- ভোলা সদরে মোহাম্মদ মনিরুজ্জামান, বোরহানউদ্দিনে রফিকুল ইসলাম ও দৌলতখানে জাকির হোসেন তালুদকার। এ তিন প্রার্থীই দ্বিতীয়বারে মতো মেয়র নির্বাচিত হলেন।

ভোলা সদর পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ২৪৭ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী হারুন অর রশিদ ট্রুম্যান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৪৫ ভোট।

দৌলতখান পৌরসভায় ৯টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের ফলাফল প্রকাশ হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী জাকির হোসেন তালুকদার পেয়েছেন ৬ হাজার ৯৭৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন কাকন পেয়েছেন ৬৭৯ ভোট। বেসরকারি ফলাফলে জাকির হোসেন বিজয়ী হয়েছেন।

দৌলতখান উপজেলা রির্টানিং অফিসার মুস্তাফিজুর রহমান বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রফিজুল ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুজ্জামান কাকন পেয়েছেন ১ হাজার ৪৪ ভোট।

বোরহানউদ্দিন উপজেলা রির্টানিং অফিসার হেলাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।


(ওএস/এস/৩০ডিসেম্বর২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test