E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোনায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ভাঙচুর

২০১৫ ডিসেম্বর ৩১ ১২:০৮:০৯
নেত্রকোনায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ভাঙচুর

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা পৌরসভার মঈনপুর গ্রামে বৃহস্পতিবার সকালে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুর করা হয়েছে। নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, নেত্রকোনা পৌরসভায় মঈনপুর গ্রামের আতাউর রহমান তারা মিয়া ও একই গ্রামের মো. শামীম রেজা খান সরল ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করেন। নির্বাচনে উভয়েই পরাজিত হন। তাদের মধ্যে ভোটের আগে থেকেই বিরোধ চলছিল। গত মঙ্গলবার রাতে তারা মিয়ার লোকজন সরলের ভাতিজা রবীনকে মারপিট করে। এ নিয়ে বৃহস্পতিবার শালিসে বসার কথা। এরই মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে তারা মিয়ার লোকজন সরল ও তার লোকজনকে গালাগাল শুরু করে। এতে সরলের লোকজন লাঠিসোটা নিয়ে আতাউর রহমান তারা মিয়া ও তার সমর্থক জুলহাসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং সমর্থক আবদুল মোতালেবকে মারপিট করে। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় ৭ রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

নেত্রকোনা মডেল থানার ওসি এসএম মাছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test