E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরের ৫ পৌরসভাতেই আ.লীগের মেয়র প্রার্থীদের বিজয়

২০১৫ ডিসেম্বর ৩১ ১৫:৫৪:০৪
শরীয়তপুরের ৫ পৌরসভাতেই আ.লীগের মেয়র প্রার্থীদের বিজয়

শরীয়তপুর প্রতিনিধি : বুধবার শরীয়তপুরের ৫ টি পৌরসভাতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নিরঙ্কুশ নিজয় হয়েছে। এতে ৩টিতে বিএনপির সাথে প্রতিদ্বন্দিতা হলেও ২টিতে হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সাথে ।
 

শরীয়তপুর সদর পৌরসভায় ১৬ হাজার ৮ শত ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত মো. রফিকুল ইসলাম কোতোয়াল। তার নিকটতম প্রার্থী বিএনপির সরদার এ কে এম নাসির উদ্দিন কালু পেয়েছেন ৩ হাজার ৮ শত ১৬ ভোট। নড়িয়া পৌরসভায় আওয়ামী লীগের মো. হায়দার আলী নৌকা প্রতীতে পেয়েছেন ৬ হাজার ১ শত ৩৯ ভোট এবং তার প্রতিদ্বন্দি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম বাবু নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭ শত ২৩ ভোট। নড়িয়া পৌসভা সৃষ্টির শুরু থেকে হায়দার আলী এ নিয়ে পর পর ৪ বার মেয়র নির্বাচিত হলেন। ৩ হাজার ৮ শত ৩৩ ভোট পেয়ে জাজিরা পৌরসভায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত মো. ইউনুস বেপারী। তার নিকটতম প্রতিদ্বন্দি বিদ্রোহী প্রার্থী আনিস মাদবর মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬ ভোট। ভেদরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র আব্দুল মান্নান হাওলাদার ৩ হাজার ৩ শত ৫৭ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির মোস্তাাফিজুর রহমান মোস্তফা পেয়েছেন ১ হাজার ২ শত ৭১ ভোট। ডামুড্যা পৌরসভায় নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের বর্তমান মেয়র মো. হুমায়ুন কবীর বাচ্চু। তার প্রতিদ্বন্দি ছিলেন বিএনপির প্রার্থী আলমগীর হোসেন মাদবর। হুমায়ুন কবীর ডামুড্যা পৌরসভায় এ নিয়ে তৃতীয় বারের জন্য মেয়র নির্বাচিত হলেন।

নিজেদের নির্বাচিত করায় ৫টি পৌরসভার সকল ভোটার ও দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্বাচিত মেয়রবৃন্দ। একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শরীয়তপুরের ৫টি পৌরসভাতেই দলীয় প্রার্থীদের মেয়র নির্বাচিত করায় সংশ্লিষ্ট পৌরসভাগুলোর সাধারণ ভোটার ও আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাংসদ বি,এম মোজাম্মেল হক, শরীয়তপুর-২ আসনের সাংসদ কর্নেল (অব:) শওকত আলী, শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নাভানা আক্তার, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ কে এম এনামুল হক শামীম, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইকবাল হোসেন অপু, শরীয়তুপর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মুন্সি ও সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে।

(কেএনআই/এইচআর/ডিসেম্বর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test