E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বিসিএসআইআর বিনা মূল্যে হ্যান্ড স্যানিটাইজার দেবে

২০২০ মার্চ ১৯ ২১:৫৮:৫৬
বিসিএসআইআর বিনা মূল্যে হ্যান্ড স্যানিটাইজার দেবে

নিউজ ডেস্ক : হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত ও বিনা মূল্যে বিতরণের কর্মসূচি নিতে যাচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বিসিএসআইআর প্রস্তুত করছে হ্যান্ড স্যানিটাইজার।

বৃহস্পতিবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাবের বিসিএসআইআর কনফারেন্স কক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সভায় এসব কথা জানানো হয়। সভায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা অনুদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন।

ইয়াফেস ওসমান বলেন, প্রাথমিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে এ কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী, জয়পুরহাটে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এ কার্যক্রম শুরু হবে।

বিসিএসআইআরের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ বলেন, বিসিএসআইআরের সব ইউনিট ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জয়পুরহাটে একসঙ্গে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতের কাজ করবে। জাতির এ দুর্যোগের সময় বিসিএসআইআরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে।

সভায় বলা হয়, আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববদ্যালয়ে মন্ত্রী ইয়াফেস ওসমান ক্যাম্পিংয়ের মাধ্যমে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু করবেন।

সভায় বিসিএসআইআরের সদস্য, সচিব, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/অ/মার্চ ১৯, ২০২০)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test