E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

'করোনা নিয়ে গুজব ছড়াবেন না'

২০২০ মার্চ ১৯ ২২:০৫:১৫
'করোনা নিয়ে গুজব ছড়াবেন না'

নিউজ ডেস্ক : করোনাভাইরাস নিয়ে কোনও ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। পাশাপাশি বিদেশফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে রাজধানীর সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে দেশের নাট্যাঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে এক বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশবাসীকে অনুরোধ করবো কেউ দয়া করে গুজব ছড়াবেন না। যেমন একটি গুজব ছড়ানো হয়েছে, ইউনাইটেড হাসপাতালে চার জন ডাক্তার করোনায় আক্রান্ত, যা পুরোপুরি মিথ্যা। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যিনি মৃত্যুবরণ করেছেন, তার মেয়ে আমেরিকায় থাকেন। মেয়ে এসে বাবার সঙ্গে দেখা করে চলে গেছেন, বাবা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। অর্থাৎ পরিবারের মধ্যে সংক্রমণটা হয়েছে পরিবারের সদস্যের মাধ্যমে।’

সরকারের পক্ষ থেকে সব প্রস্তুতি ও পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশ ফেরতদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হলেও অনেকে মানেননি। তাই অনেকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপও নিতে সরকার বাধ্য হয়েছে।’

এ পরিস্থিতিতে নির্বাচন হবে কি না, এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্বাচন অনুষ্ঠান করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন নির্দিষ্ট সময়ে হবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। নিশ্চয়ই নির্বাচন কমিশন সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকার মামুনুর রশীদের নেতৃত্বে ডিরেক্টরস গিল্ড, নাট্যকার সংঘ, প্রযোজক সমিতি ও অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধিরা।

(ওএস/অ/মার্চ ১৯, ২০২০)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test