E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বে করোনায় আক্রান্ত প্রতি চারজনে একজন সুস্থ হয়েছেন

২০২০ এপ্রিল ১২ ১১:৫৪:৫০
বিশ্বে করোনায় আক্রান্ত প্রতি চারজনে একজন সুস্থ হয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম আঘাত হানার পর এখন বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৭৯ হাজার ৮৪৫ জন। আর এতে প্রাণ গেছে ১ লাখ ৮ হাজার ৭৭৯ জনের।

তবে ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের সর্বশেষ তথ্য বলছে, কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ২ হাজার ৭১৬ জন। অর্থাৎ, করোনায় বিশ্বে গড় সুস্থতার হার ২২ দশমিক ৬২ শতাংশ। আর জন হিসাবে বলতে গেলে বলতে হয়, প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হওয়ার পর প্রতি চারজনে একজন সুস্থ হয়েছেন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে-৫ লাখ ৩২ হাজার ৫৭৯। সুস্থ হয়েছে ৩০ হাজার ৪৫৩ জন (৫.৭১%)। সবচেয়ে বেশি মারাও গেছে দেশটিতে-২০ হাজার ৫৭৭ জন।

দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে স্পেনে-১ লাখ ৬৩ হাজার ২৭ জন। সুস্থ হয়েছে ৫৯ হাজার ১০৯ জন (৩৬.২৫%)। মারা গেছে ১৬ হাজার ৬০৬ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ইতালিতে-১ লাখ ৫২ হাজার ২৭১ জন। দেশটিতে সুস্থ হয়েছে ৩২ হাজার ৫৩৪ জন (২১.৩৬%)। এ পর্যন্ত মারা গেছে ১৯ হাজার ৪৬৮ জন।

ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬৫৪। সুস্থ হয়েছে ২৬ হাজার ৩৯১ জন (২০.৩৫%)। দেশটিতে মারা গেছে ১৩ হাজার ৮৩২ জন।

জার্মানিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৪৫২ জন। সুস্থ হয়েছে ৫৭ হাজার ৪০০ জন (৪৫.৭৫%)। আর মৃতের সংখ্যা ২ হাজার ৮৭১ জন।

প্রথম আক্রান্ত স্থান চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৫২ জন, সুস্থ ৭৭ হাজার ৫৭৫ (৯৪.৫৪%)। দেশটিতে মোট মারা গেছে ৩ হাজার ৩৩৯ জন।

যুক্তরাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭৮ হাজার ৯৯১ জন। সুস্থ হয়েছে মাত্র ৩৪৪ জন (০.৪৩%), অর্থাৎ সবচেয়ে কম সুস্থ হয়েছে দেশটিতে। মারা গেছে ৯ হাজার ৮৭৫ জন।

দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশ ইরানে মোট আক্রান্ত হয়েছে ৭০ হাজার ২৯ জন। সুস্থ হয়েছে ৪১ হাজার ৯৪৭ জন (৫৯.৮৯%)। দেশটিতে মোট মারা গেছে ৪ হাজার ৩৫৭ জন।

(ওএস/এসপি/এপ্রিল ১২, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test