E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিঙ্গাপুরে একদিনে ৯৪২ জন আক্রান্তের রেকর্ড, বেশির ভাগই অভিবাসী

২০২০ এপ্রিল ১৮ ১৭:২৭:৫৫
সিঙ্গাপুরে একদিনে ৯৪২ জন আক্রান্তের রেকর্ড, বেশির ভাগই অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক : ক্রমেই করোনাভাইরাস মহামারির নিয়ন্ত্রণ হারাতে বসেছে সিঙ্গাপুর। দেশটিতে গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী দেশটির অভিবাসী শ্রমিকরা।

গত ২৪ ঘণ্টায় সিঙ্গাপুরে নতুন করে ৯৪২ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে প্রায় সবাই ডরমিটরিতে বসবাসকারী অভিবাসী শ্রমিক।

শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে মাত্র ১৪ জন সিঙ্গাপুরের নাগরিক বা স্থায়ী অধিবাসী। বাকি সবাই বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯২ জন।

এদিন নগররাষ্ট্রটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ বছর বয়সী একজন সিঙ্গাপুরিয়ান নাগরিক। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জন।

সিঙ্গাপুরে করোনাভাইরাস সংক্রমণের সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে পংগল এস১১ ডরমিটরিকে চিহ্নিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এই ডরমিটরি থেকে এক হাজারের বেশি অভিবাসী শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন৷ রয়টার্স।

(ওএস/এসপি/এপ্রিল ১৮, ২০২০)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test