E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেশিরভাগ দেশ সংক্রমণের প্রাথমিক পর্যায়ে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

২০২০ এপ্রিল ২৩ ১৩:৫২:৪৪
বেশিরভাগ দেশ সংক্রমণের প্রাথমিক পর্যায়ে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : করোনার প্রকোপ এখনই শেষ হচ্ছে না। মহামারি এই ভাইরাস গোটা পৃথিবীকে অচল করে রাখবে আরও অনেকদিন। কেননা বেশিরভাগ দেশ এখনও করোনা সংক্রমণের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে, কোনো ভুল করা যাবে না। করোনায় মৃত্যু ১ লাখ ৮০ হাজার পেরোনোর পর এমন সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রয়সেস। বিশ্বব্যাপী অনেক দেশ যখন অর্থনীতি বাঁচাতে লকডাউন শিথিল করা শুরু করেছে তারই প্রেক্ষিতে স্পষ্ট এই সতর্কবার্তা দিলেন তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী টেড্রোস আধানম সংবাদ সম্মেলনে বলেন, ‌‘বেশিরভাগ দেশ এখনো এই মহামারির প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া মহামারিটি শুরু হওয়ার প্রথমদিকে যেসব দেশ আক্রান্ত হয়েছিল সেসব দেশে নতুন করে আবার আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কোনো ভুল করা যাবে না; আমাদের আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। কারণ এই ভাইরাস আমাদের সঙ্গে আরও দীর্ঘসময় ধরে থেকে যাবে। পশ্চিম ইউরোপের কিছু দেশে করোনার প্রকোপ কমতে শুরু করেছে। এদিকে আফ্রিকা, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা বাড়ছে।’

মহামারি করোনার বিরুদ্ধে লড়াইয়ে হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। ইতোমধ্যে এই ভাইরাস ২৬ লাখের বেশি মানুষকে আক্রান্ত করেছে। আক্রান্তদের মধ্যে মারা গেছে ১ লাখ ৮৪ হাজারের বেশি। কিন্তু অর্থনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে দেশগুলো লকডাউন শিথিল করাসহ নানা পদক্ষেপ নিতে শুরু করেছে।

(ওএস/এসপি/এপ্রিল ২৩, ২০২০)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test