E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০ দিনেই করোনা জয় করে বাসায় ফিরলেন বাণিজ্যমন্ত্রী

২০২০ জুন ২৭ ১৬:০৪:০২
১০ দিনেই করোনা জয় করে বাসায় ফিরলেন বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : মাত্র ১০ দিনে করোনাজয় করে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গত ১৭ জুন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে (আগের অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন ছিলেন।

সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে শনিবার (২৭ জুন) ঢাকার নিজ বাসায় ফিরে যান বলে জানিয়েছেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন।

তিনি বলেন, ‘চিকিৎসকরা প্রতিনিয়ত স্যারকে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে আরও কয়েকবার করোনা টেস্ট করেছেন, প্রতিবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। এছাড়া বর্তমানে স্যারের শরীরে কোনো সমস্যা নেই। তাই আজ দুপুরে ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে ছাড় দিয়েছেন।’ তবে ডাক্তারদের পরামর্শে আরও ১৫ দিন বাসায় বাণিজ্যমন্ত্রী আইসোলেশনে থাকবেন বলেও জানান তিনি।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে শারীরিকভাবে খুব বেশি অসুস্থ না হলেও ১৭ জুন সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন।

এর আগে গত ১৭ জুন করোনায় আক্রান্ত হওয়ার কথা মন্ত্রী নিজেই নিশ্চিত করেন। জানতে চাইলে সেদিন বিকেল ৫টার দিকে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘করোনার কিছু উপসর্গ দেখা দিলে বুধবার সকাল ৯টায় করোনা টেস্টের জন্য স্যাম্পল দেই। কিছুক্ষণ আগে নমুনার রেজাল্ট পজিটিভ আসে।’

করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে তিনি সুস্থ ছিলেন। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চান মন্ত্রী।

টিপু মুনশি ছাড়াও মন্ত্রিসভার কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের আক্রান্ত হওয়ার খবর আসে গত ৬ জুন। এরপর ১২ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এবং মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানের আক্রান্ত হওয়ার খবর আসে। তবে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও আ ক ম মোজাম্মেল হক করোনা থেকে মুক্ত হয়েছেন।

এদিকে, গত ১৪ জুন রাতে বেইলি রোডের বাসায় অসুস্থ হয়ে পড়লে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহকে ঢাকা সিএমএইচে নেয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়। পরে নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ পাওয়া যায়।

এছাড়া করোনায় প্রাণ হারিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ-১ আসনের এমপি মোহাম্মদ নাসিম।

(ওএস/এসপি/জুন ২৭, ২০২০)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test