E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনা কেড়ে নিল আরও এক প্রাণ, পুলিশে মৃতের সংখ্যা বেড়ে ৩৯

২০২০ জুন ২৮ ০৯:৪০:০৭
করোনা কেড়ে নিল আরও এক প্রাণ, পুলিশে মৃতের সংখ্যা বেড়ে ৩৯

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে জীবন উৎসর্গ করলেন বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য। রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৭ জুন) দিবাগত রাতে মো. আতিয়ার রহমান নামের ওই কনস্টেবলের মৃত্যু হয়। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কনস্টেবল আতিয়ার ১৯৮৪ সালে ২৫ নভেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে।

মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কনস্টেবল মো. আতিয়ার রহমানকে দিয়ে পুলিশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল ৩৯ জনের।

(ওএস/এসপি/জুন ২৮, ২০২০)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test