E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

একের পর এক আক্রান্তের রেকর্ড ভাঙছে ভারতে

২০২০ জুলাই ১৬ ১৪:৪১:৫১
একের পর এক আক্রান্তের রেকর্ড ভাঙছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক সংক্রমণের রেকর্ড ভাঙছে ভারতে। দেশটিতে হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। নতুন করে ৩২ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে আক্রান্তের সংখ্যা এখন সাড়ে ৯ লাখেরও বেশি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে জানিয়েছে যে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৬৯৫ জন। এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬৮ হাজার ৮৭৬।

দেশটিতে গত কয়েকদিন ধরেই আক্রান্ত বাড়তে শুরু করেছে। কয়েকদিনের হিসাব অনুযায়ী, প্রতিদিনই ২৫ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। কিন্তু গত ২৪ ঘণ্টায় আগের সব রেকর্ড ভেঙেছে।

দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৩ লাখ ৩১ হাজার ১৪৬। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে ৬০৬ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ২৪ হাজার ৯১৫ জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত এগিয়ে আছে মহারাষ্ট্র। ওই রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৬৪০। অপরদিকে, মারা গেছে ১০ হাজার ৯২৮ জন। মহারাষ্ট্রে কোভিড সংক্রমণের শীর্ষে রয়েছে মুম্বাই। সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ৪৭৪।

এদিকে রাজধানী দিল্লিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৯৯৩। সেখানে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে প্রায় ৯৫ হাজার মানুষ।

গুজরাটে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৫৫২। অপরদিকে তামিলনাড়ুতে ইতোমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। কেরালায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৫৫৩।

করোনা সংক্রমণ বেড়েই চলেছে কর্নাটকে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ২৫৩। ওই রাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে বেঙ্গালুরুতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ১৪ জুলাই থেকে আবারও লকডাউন চালু করা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২০ হাজার ৭৮২ জন। ফলে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ লাখ ১২ হাজার ৮১৪ জন।

(ওএস/এসপি/জুলাই ১৬, ২০২০)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test