E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ে নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত

২০২০ সেপ্টেম্বর ২০ ১৩:৫৪:২৬
পঞ্চগড়ে নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে নতুন করে আরও ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯২ জন। এ পর্যন্ত জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৫২০ জন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় পঞ্চগড়ে নতুন করে আরও ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডা.মো. ফজলুর রহমান। নতুন করে ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পরপরই করোনায় আক্রান্ত হওয়া ৯ জনের বাড়িসহ আশেরপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হওয়া ৯ জনের শরীর থেকে পৃথক পৃথক ভাবে পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠায়। শনিবার রাতে ৯ জনের শরীরের নমুনার রিপোর্ট পজেটিভ এসেছে।নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে ১ জন পঞ্চগড় সদর উপজেলার, ৫ জন বোদা উপজেলার ও ৩ জন দেবীগঞ্জ উপজেলার।

(এস/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test