E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০ জন

২০২০ নভেম্বর ১৪ ১৬:৫৪:০১
নওগাঁয় করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০ জন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় নতুন করে ১০ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় আরও এক জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১ ব্যক্তিকে এবং ছাড়পত্র পেয়েছেন ৪ জন।

নওগাঁর সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় নওগাঁ জেলায় নতুন করে ১০ ব্যক্তির শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মান্দা উপজেলায় ৩ জন, বদলগাছি উপজেলায় ২ জন এবং নওগাঁ সদর, আত্রাই, মহাদেবপুর, ধামইরহাট ও পোরশা উপজেলায় ১ জন করে।

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মোট সংখ্যা ১ হাজার ৩শ’ ৭৪ জনে দাঁড়ালো। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২শ’ ৯৫ জন। মোট আইসোলেশনে নেয়া হয় ৩০ জন এবং এদের মধ্যে আইসোলেশন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৮ জনকে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ২ জন। হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন।

জেলায় নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২২ জনে।
এদিকে গত ২৪ ঘন্টায় মাত্র ১ ব্যক্তিকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। ওই ব্যক্তি মান্দা উপজেলার। এ নিয়ে জেলায় সর্বমোট কোয়ারেন্টাইনে নেয়া ব্যক্তি ১৬ হাজার ৬শ’ ৩৭ জন ।

এ সময় নতুন করে ছাড়পত্র দেয়া হয়েছে ৪ ব্যক্তিকে। সর্বমোট ছাড়পত্র দেয়া হয়েছে ১৬ হাজার ৩শ’ ৫১ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ২৮৬ জন।

(বিএম/এসপি/নভেম্বর ১৪, ২০২০)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test