E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শূকর বিতর্কে ইন্দোনেশীয় মুসলিমদের আশ্বস্ত করল অ্যাস্ট্রাজেনেকা

২০২১ মার্চ ২১ ১৮:৩৫:৪৫
শূকর বিতর্কে ইন্দোনেশীয় মুসলিমদের আশ্বস্ত করল অ্যাস্ট্রাজেনেকা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস ভ্যাকসিনে শূকরজাত কোনো উপাদান দেই বলে রোববার জানিয়েছে অ্যাস্ট্রাজেনকা।

শুক্রবার ইন্দোনেশিয়ার মুসলিম ধর্মীয় নেতাদের সর্বোচ্চ পরিষদ- মুসলিম উলেমা কাউন্সিল থেকে দাবি করা হয়, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ‘হারাম’, কারণ ভ্যাকসিন তৈরির প্রক্রিয়ায় শূকরের অগ্নাশয় থেকে ট্রিপসিন (এক ধরনের এনজাইম) নিয়ে ব্যবহার করা হয়।’ আলেমদের এই বক্তব্যের জবাবেই বিবৃতি দিয়ে আশ্বস্ত করল অ্যাস্ট্রাজেনেকা।

তবে হারাম হিসেবে উল্লেখ করলেও উলেমা কাউন্সিল মহামারির জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণের অনুমোদন দিয়েছে।

অ্যাস্ট্রাজেনেকা ইন্দোনেশিয়ার পরিচালক রিজমান আবুদায়েরি এক বিবৃতিতে বলেন, ‘উৎপাদন প্রক্রিয়ার সকল স্তরে, এই ভাইরাস ভেক্টর ভ্যাকসিন শূকরজাত উপাদান ব্যবহার করে না অথবা এর সংস্পর্শে আসে না।’

অ্যাস্ট্রাজেনেকার এই বিবৃতির বিষয়ে উলেমা কাউন্সিল এবং ইন্দোনেশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইউরোপে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে রক্ত জমাট বাঁধার ঘটনা যাচাই করার পর ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ শুক্রবার ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

এশিয়ায় করোনাভাইরাস সংক্রমণে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে শনিবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৫৫ হাজার ৭৮৮ এবং মারা গেছেন ৩৯ হাজার ৪৪৭ জন।

(ওএস/এসপি/মার্চ ২১, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test