E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জার্মানিতে ৬০ বছরের কম বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিত

২০২১ মার্চ ৩১ ১৫:২৮:৫১
জার্মানিতে ৬০ বছরের কম বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন ৬০ বছরের কম বয়সীদের জন্য স্থগিত করেছে জার্মানি। ভ্যাকসিন নিয়ে রক্ত জমাট বাঁধার ঝুঁকি থাকায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। খবর বিবিসির।

জার্মানিতে ২৭ লাখ লোক অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছে। এদের মধ্যে ৩১ জনের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে।

সোমবার কানাডার সরকার ৫৫ বছরের কম বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন স্থগিত ঘোষণা করে।

মঙ্গলবার জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্প্যান ও ১৬টি প্রদেশ এক জরুরি বৈঠকে ৬০ বছরের কম বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন স্থগিতের সিদ্ধান্ত নেয়।

এ সিদ্ধান্তে বলা হয়, ৬০ বছরের কম বয়সীরা এরপরও ভ্যাকসিনটি নিতে পারবে যদি তা চিকিৎসকের বিবেচনা, ব্যক্তিগত ঝুঁকি বিশ্লেষণ ও বিস্তারিত ব্যাখ্যার পর নেয়া হয়।’

জার্মানির ভ্যাকসিন কমিটি স্টিকোর পরামর্শের ভিত্তিতে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিল।

স্টিকোর পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাইরের বিশেষজ্ঞের সহযোগিতায় একাধিক পরামর্শের পর স্টিকো সুপারিশের সিদ্ধান্ত নেয় যে, অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিন শুধুমাত্র ৬০ বছর বা তার বেশি বয়সীদের নেয়া উচিত। বিরল কিন্তু খুব গুরুতর থ্রোম্বোসাইটোপেনিয়ার (রক্ত জমাট বাঁধার এক বিশেষ রোগ) ঘটনা ঘটার তথ্যের ভিত্তিতে এই সুপারিশ করা হয়।’

এ প্রসঙ্গে অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে বলা হয়েছে, অ্যান্তর্জাতিক নিয়ন্ত্রকরা এই ভ্যাকসিনের ঝুঁকির চেয়ে এর উপকারীতা পেয়েছে অনেক বেশি।

কোম্পানিটি জানায়, তারা তাদের তথ্যগুলো বিশ্লেষণ করে দেখছে যে ‘রক্ত জমাট বাঁধার এই বিরল ঘটনাগুলো থ্রোম্বোসাইটোপেনিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কিনা এবং লাখ লাখ লোকের মধ্যে এই রোগটি যত হওয়ার কথা, ভ্যাকসিন নেয়ার ফলে তার চেয়ে বেশি হচ্ছে কিনা।’

কোম্পানিটির পক্ষ থেকে আরও বলা হয়, ‘আমরা জার্মান কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা অব্যাহত রাখব যে তাদের আরও কোনো প্রশ্ন আছে কিনা’

এর আগে ইউরোপের কিছু দেশ পূর্বসতর্কতা হিসেবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন স্থগিত করেছিল। তখন ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য এটি নেয়ার পক্ষেই মতামত দেয়।

(ওএস/এসপি/মার্চ ৩১, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test