E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনায় মোট মৃত্যুর ৭৫ শতাংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগে

২০২১ এপ্রিল ০২ ১৮:৫৪:৪২
করোনায় মোট মৃত্যুর ৭৫ শতাংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগে

স্টাফ রিপোর্টার : দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০দিন পর এ ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫০ জনসহ শুক্রবার (২ এপ্রিল) পর্যন্ত দেশের আটটি বিভাগে মোট নয় হাজার ১৫৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে করোনায় মোট মৃত রোগীর ৭৫ শতাংশের বেশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের।

ঢাকা বিভাগে সর্বমোট পাঁচ হাজার ২২৮ জন (৫৭ দশমিক ১১ শতাংশ) ও চট্টগ্রাম বিভাগে এক হাজার ৬৫২ জনের (১৮ দশমিক শূণ্য ৪ শতাংশ) মৃত্যু হয়।

অন্যান্য ছয়টি বিভাগের মধ্যে রাজশাহীতে ৫০৮ জন (পাঁচ দশমিক ৫৫ শতাংশ), খুলনায় ৫৮৯ জন (ছয় দশমিক শূণ্য ৪৩ শতাংশ), বরিশালে ২৭৪ জন (দুই দশমিক শূণ্য ৯৯ শতাংশ), সিলেটে ৩২৭ জন (তিন দশমিক শূণ্য ৫৭ শতাংশ), রংপুরে ৩৭৬ জন (চার দশমিক শূণ্য ১১ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ২০১ জনের (দুই দশমিক শূণ্য ২০ শতাংশ) মৃত্যু হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ছয় হাজার ৮৩০ জনের। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৪৭৩ জন। ফলে করোনা থেকে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন।

(ওএস/এসপি/এপ্রিল ০২, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test