E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পশ্চিমবঙ্গে তিনমাসে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

২০২১ এপ্রিল ০৪ ১৫:০৩:৪২
পশ্চিমবঙ্গে তিনমাসে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে তিনমাস পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ এক হাজার ৭৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ৩০ ডিসেম্বরের পর একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। এনিয়ে বাংলাদেশের পার্শ্ববর্তী এ রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লাখ ৯১ হাজার ৬৫৮ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। এনিয়ে রাজ্য করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৪০ জন। শনিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্র এ তথ্য জানিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বিধানসভা ভোটের আবহে রাজ্যে সংক্রমণ বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যার মতোই উদ্বেগজনকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। শনিবার আক্রান্তের হার ৬ দশমিক ৬৫ শতাংশে।

ভোটের মধ্যে দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়াতে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য দফতর। ২৪ ঘণ্টায় কলকাতায় ৫২৮ জন, উত্তর ২৪ পরগনায় ৩৯২ জন, হাওড়ায় ১৫৭, পশ্চিম বর্ধমানে ১১২ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে।

টিকাদানের সংখ্যা বাড়লেও নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। গত শুক্রবার প্রায় ২৭ হাজারের কাছাকাছি টেস্ট হয়েছিল। তবে শনিবার তা কমে হয়েছে ২৬ হাজার ১১৪টি।

(ওএস/এসপি/এপ্রিল ০৪, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test