E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতে ফের একদিনে মৃত্যু ৪ হাজার ছাড়াল

২০২১ জুন ১২ ১৫:৪৬:০০
ভারতে ফের একদিনে মৃত্যু ৪ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক : গত তিনদিন ধরে ৯০ হাজারের বেশি থাকার পর শনিবার (১২ জুন) ভারতে দৈনিক করোনা সংক্রমণ নামল ৮৫ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫ জনে।

তবে সংক্রমণ কমলেও কমছে না দৈনিক মৃত্যু। ভারতে আবারও দৈনিক মৃত্যু চার হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে চার হাজার দুই জনের। এ নিয়ে মোট মৃত্যু তিন লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে।

ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, দৈনিক মৃত্য হঠাৎ করে বেশি হলেও, দেশটিতে সংক্রমণের হার নিয়ন্ত্রণেই রয়েছে। গত পাঁচদিন ধরেই সেখানে সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে রয়েছে। নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। প্রায় একমাস ধরেই তা ধারাবাহিকভাবে কমছে। কমতে কমতে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা এখন ১১ লাখের নিচে নেমেছে।

২৪ ঘণ্টায় মৃত চার হাজারের মধ্যে কেবল মহারাষ্ট্রেই মারা গেছেন রেকর্ড দুই হাজার ৬১৭ জন। এর আগে এই রাজ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল দুই হাজার ২১৩ জন। এই সময়ে রাজ্যটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৬৬ জন। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৮৭ হাজার।

তামিল নাড়ুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৫৯ জন। কেরালায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৩৩ জন এবং কর্ণাটকে আক্রান্ত হয়েছেন আট হাজার ২৪৯ জন। তবে আক্রান্তের সংখ্যা কমায় সরকার বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে পুনে রাজ্যে।

রাজধানী দিল্লিতেও কমেছে সংক্রমণ। ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২৩৮ জন। আর এই সময়ে সুস্থ হয়েছেন ৫০৪ জন। এ নিয়ে রাজ্যে সক্রিয় রোঘী কমে হাজারের নিচে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ২৪ জনের, যা গত ৮ এপ্রিলের পর সর্বনিম্ন। তিন মাসের বেশি সময় পর সেখানে সংক্রমণের হার রেকর্ড শূন্য দশমিক ৩১ শতাংশে দাঁড়িয়েছে।

এদিকে, গত মে মাসে কিছু কম হলেও জুনের শুরু থেকেই দেশটিতে করোনা টিকাকরণের গতি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ৩৪ লাখ ৩৩ হাজারেরও বেশি মানুষ। এ নিয়ে মোট টিকা নিয়েছেন ২৪ কোটি ৯৬ লাখেরও বেশি মানুষ।

অন্যদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ হাজার ৯৮২ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৯১ হাজার ১৩৬ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৪৫ হাজার ৭৯২ জন।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৮৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ২৮৩ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৯৯৪ জন।

(ওএস/এসপি/জুন ১২, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test