E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতে সংক্রমণ ৩ কোটি ছাড়াল

২০২১ জুন ২৩ ১৩:৩১:২৬
ভারতে সংক্রমণ ৩ কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা সংক্রমণ তিন কোটি ছাড়িয়ে গেছে। অপরদিকে একদিনের ব্যবধানে নতুন করে আক্রান্ত হয়েছে ৫০ হাজারের বেশি মানুষ। একদিন আগের তুলনায় সংক্রমণ বেড়েছে ১৯ শতাংশ। খবর এনডিটিভির।

একদিন আগেই দেশটিতে দৈনিক সংক্রমণ ছিল ৪২ হাজার ৬৪০। একই সময়ে মারা গেছে ১ হাজার ১৬৭ জন। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৮৪৮।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৮ জনের। এর আগে গত ১৬ এপ্রিল শেষবার দেশটিতে দৈনিক মৃতের সংখ্যা ১২শ'র কম ছিল।এখন পর্যন্ত মোট ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছে।

ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ হাজার ৭০৯। বিশ্বের দ্বিতীয় দেশে হিসেবে ভারতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এর আগে শুধুমাত্র যুক্তরাষ্ট্রই এই সংখ্যা ছাড়িয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার কমতে দেখা গেছে। মঙ্গল এবং বুধবার তা ৩ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি দেশে সক্রিয় রোগীর সংখ্যাও এক মাসের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে কমছে। কমতে কমতে তা সাড়ে ৬ লাখের নিচে নেমেছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ১৯৪ জন।

দৈনিক সুস্থতার সংখ্যাও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছে ৬৮ হাজার ৮১৭ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট সুস্থতার সংখ্যা ২ কোটি ৮৯ লাখের বেশি।

গত ২১ জুন ভ্যাকসিনে প্রদানের ক্ষেত্রে রেকর্ড গড়েছে ভারত। একদিনেই ৮৮ লাখ ৯ হাজার মানুষকে ভ্যাকসিনের এক ডোজ দেয়া হয়েছে। অপরদিকে মঙ্গলবার ভ্যাকসিন দেয়া হয়েছে ৫৩ লাখের বেশি মানুষকে।

এখন পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। সংক্রমণেও শীর্ষ অবস্থানে রয়েছে ওই রাজ্য। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪৭০। একই সময়ে মারা গেছে ১৮৮ জন। ওই রাজ্যে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৮৭ হাজার ৫২১। অপরদিকে মারা গেছে ১ লাখ ১৮ হাজার ৭৯৫ জন।

(ওএস/এসপি/জুন ২৩, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test