E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বজুড়ে করোনায় আরও ৮ হাজারের বেশি মৃত্যু

২০২১ জুলাই ০২ ১১:০৬:১২
বিশ্বজুড়ে করোনায় আরও ৮ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ হাজার ২৯৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩০ হাজার ৭১৭ জন।

শুক্রবার (২ জুলাই) সকাল পৌনে ৯টায় পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ৩৪ লাখ ৮ হাজার ৪০৭ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৭১ হাজার ৩৮১ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৭৯ লাখ ১৪ হাজার ২৩৩ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ৪০৩ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ২০ হাজার ৬৪৫ জন। অপরদিকে, সুস্থ হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৫২ হাজার ৮৭ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৯৩৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৭১ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৫ লাখ ৩৬ হাজার ৮৭ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৩০৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ২০ হাজার ১৮৯ জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ২৭২ জন।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরেই রয়েছে ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, ইতালি, কলম্বিয়া, স্পেন, জার্মানি, ইরান, পোল্যান্ড, মেক্সিকো, ইউক্রেন, ইন্দোনেশিয়া, পেরু, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে দেশে বাড়ছে সংক্রমণের হার। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন। এর মধ্যে মারা গেছেন ১৪ হাজার ৬৪৬ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।
(ওএস/এএস/জুলাই ০২, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test