E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ৭৩

২০২১ জুলাই ১২ ১১:২৩:৪০
জামালপুরে করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ৭৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরে করোনায় আক্রান্ত হয়ে একদিনে দুই উপজেলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সরিষাবাড়ি উপজেলায় ৭০ বছরের দুই বৃদ্ধ ও মেলান্দহ উপজেলায় রয়েছেন ৪২ বছরের এক যুবক। এ নিয়ে জেলায় মোট ৬৮ জনের মৃত্যু হলো।

সরিষাবাড়িতে মৃত দুইজনের একজনের বাড়ি মানিকপটল এলাকায়, অন্যজনের বাড়ি সাতপোয়ায়। মেলান্দহে মৃত ব্যক্তিটি শাজাদপুর এলাকার বাসিন্দা।

অপরদিকে, সর্বশেষ ২৯৪টি নমুনা পরীক্ষায় নতুন করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৮২ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪৯৯ জনে দাঁড়াল।

সোমবার (১২ জুলাই) সকালে এই তথ্য জানায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ১০ টি নমুনা পরীক্ষায় ৪ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ১২০ টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয় আরও ৪২ জনের করোনা।

এরমধ্যে জামালপুর সদরে রয়েছেন ২৭ জন, মেলান্দহে ২ জন, মাদারগঞ্জে ৪ জন, ইসলামপুরে ১ জন, সরিষাবাড়ীতে ৯ জন, দেওয়ানগঞ্জে ২১ জন ও বকশীগঞ্জে ৯ জন।

সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদরের ডিসি অফিস, নান্দিনা ২ জন, আমলাপাড়া, চান্দাপাড়া, নয়াপাড়া ৩ জন, সর্দারপাড়া ৩ জন, গেইটপাড় ৩ জন, তমালতলা, শেখেরভিটা, তিতপল্যা, বাইপাস, বেলটিয়া, বজ্রাপুর, স্টেশনপাড়া ২ জন, মৃর্ধাপাড়া, কাচারিপাড়া, গোলাপবাগ, হাসপাতাল গেইট ও ভাদুরীপাড়া।

মেলান্দহের মেঘারবাড়ী ও আদ্রা। মাদারগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারগঞ্জ সদর, বালিজুড়ি ও মোসলেমাবাদ। ইসলামপুরের নটারকান্দা। সরিষাবাড়ীর সরিষাবাড়ী সদরে ২ জন, শিমলাপল্লী ৪ জন, যমুনা সার কারখানা, বিপাশা ও সাতপোয়া (মৃত)। দেওয়ানগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২ জন, দেওয়ানগঞ্জ সদরে ২ জন, সবুজপুর, মুরাদাবাদ, ডালবাড়ী, কৈবধ্যপাড়া, কলেজ রোড ২ জন, মন্ডলপাড়া, বাহাদুরাবাদ, দেওয়ানগঞ্জ বাজার ৪ জন, দাসপাড়া, কৈবটপুর ও চিকাজানী ৩ জন। বকশীগঞ্জের বনারপাড়, টিএনটি মোড় ২ জন, মেসেরচর, কাকিলাকূড়া, উত্তর বাজার ২ জন, কামারদই ও সূর্যনগর।

আক্রান্তদের মধ্যে সর্বশেষ সুস্থ হয়েছেন ৪৭ জন। এরমধ্যে জামালপুর সদরে ২২ জন, মেলান্দহে ৪ জন, মাদারগঞ্জে ৪ জন, ইসলামপুরে ২ জন, সরিষাবাড়ীতে ৭ জন, দেওয়ানগঞ্জে ২ জন ও বকশীগঞ্জে ৬ জন সুস্থ হন। এ নিয়ে জেলায় সর্বমোট সুস্থ হয়েছেন ২৭৫১ জন।

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস এসব তথ্য নিশ্চিত করে জানান, এ পর্যন্ত জেলায় ২৮০৭৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩৪৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৪৬ শতাংশ।

(আরআর/এএস/জুলাই ১২, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test