E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে আরও ৯ জনের মৃত্যু

২০২১ জুলাই ১৬ ১০:১৬:৪২
কিশোরগঞ্জে আরও ৯ জনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে করোনা ও উপসর্গে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন করোনায় ও তিনজন উপসর্গে মারা গেছেন।

শুক্রবার (১৬ জুলাই) সকালে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার তাড়াইল উপজেলায় দুইজন, কটিয়াদীতে একজন, ভৈরবে একজন ও নিকলীতে দুইজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন বলেন, জেলায় নতুন করে আরও ১১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ২৩ জন, করিমগঞ্জে চারজন, পাকুন্দিয়ায় ৯জন, কটিয়াদীতে ১৪ জন, কুলিয়ারচরে আটজন, ভৈরবে ২০ জন, নিকলীতে দুইজন, বাজিতপুরে পাঁচজন, ইটনায় দুইজন, মিঠামইনে একজন, ও অষ্টগ্রামে একজন শনাক্ত হয়েছেন।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১৮৬ জন। যাঁদের মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ১ হাজার ৪৯২ জন। তাঁদের মধ্যে ১৮৬ জন হাসপাতালে ভর্তি আছেন।

করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কিশোরগঞ্জ সদরে সর্বোচ্চ ৪১ জন, হোসেনপুরে পাঁচজন, করিমগঞ্জে আটজন, তাড়াইলে পাঁচজন, পাকুন্দিয়ায় সাতজন, কটিয়াদীতে সাতজন, কুলিয়ারচরে পাঁচজন, ভৈরবে ২৪ জন, নিকলীতে ছয়জন, বাজিতপুরে আটজন, ইটনায় একজন ও মিঠামইনে একজন রয়েছেন।

(ওএস/এএস/জুলাই ১৬, ২০২১)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test