E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৩৬

২০২১ আগস্ট ০৫ ১২:১৫:২৫
নোয়াখালীতে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৩৬

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার বেড়েছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯শতাংশ। এদিন ৭১৩জনের নমুনা পরীক্ষা করে ২৩৬জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে বুধবার রাত ১০টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ষোল হাজার ৮০৪জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জনে।

এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৬জন, সুবর্ণচরে ৬জন, হাতিয়া ২জন, বেগমগঞ্জ ৬১জন, সোনাইমুড়ীতে ১৬জন, চাটখিল ২৩জন, সেনবাগে ২৫জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২৩জন। মৃত্যুর হার ১দশমিক ১৬শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬০জন, সুবর্ণচরে ১৩জন, হাতিয়া ৫জন, বেগমগঞ্জ ১২জন,সোনাইমুড়ীতে ২জন,চাটখিল ১৩জন, সেনবাগ ৯জন, কোম্পানীগঞ্জ ৯২জন, কবিরহাটে ৩০জন রয়েছেন। আরও জানা যায়, এছাড়া সুস্থ হয়েছেন দশ হাজার ৫৯২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৩শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছয় হাজার ১১৬ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৯১ জন।

(আইইউএস/এএস/আগস্ট ০৫, ২০২১)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test