E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুক্তরাষ্ট্রে করোনা জয় করেছেন প্রায় তিন কোটি মানুষ

২০২১ আগস্ট ১০ ১৩:৩৬:৪৬
যুক্তরাষ্ট্রে করোনা জয় করেছেন প্রায় তিন কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৮০১ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৯৯৫ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৫১ হাজার ৮০৪ জন।

রবিবার রাত সোয়া ১০টায় করোনার হিসার রাখা আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য পাওয়া যায়।

দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৭০ হাজার মানুষ। আর নতুন করে মারা গেছেন প্রায় সাড়ে ৩শ’ মানুষ। এছাড়াও সেখানে আরো ১২ হাজার ৭০৯ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, বিশ্বে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। করোনায় বিশ্বে আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৩২ লাখ ৫৬ হাজার ৬৩ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৩ লাখ ৪ হাজার ৯৮৭ জন। তবে ইতিবাচক খবর হচ্ছে, এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ কোটি ২৫ লাখ ৯৮ হাজার ৯৪৮ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৪৪ হাজার ৭৭ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ৭২ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১ লাখ ৫১ হাজার ৭৭৯ জন। মারা গেছেন ৫ লাখ ৬৩ হাজার ৮২ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ৬৪ লাখ ৪৭ হাজার ৭৫০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮৮১ জন।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৬২ লাখ ৮৪ হাজার ৭০৮ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ১২ হাজার ১৯০ জন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের এই উর্ধ্বগতির মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু করে। এরপর দ্বিতীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্রেও একই টিকা দেওয়া শুরু হয়। পাশাপাশি, সৌদি আরবেও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশেও করোনার টিকা দেওয়া শুরু হয়।

(ওএস/এএস/আগস্ট ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test