E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বে একদিনে আরও ৯৯০৭ মানুষের প্রাণহানি

২০২১ আগস্ট ১৮ ১০:৪৭:১৭
বিশ্বে একদিনে আরও ৯৯০৭ মানুষের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : সারাবিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুই বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে নয় হাজার ৯০৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ছয় লাখ ৪৫ হাজার ৫১৫ জন। এর আগের দিন বিশ্বে আট হাজার ৮২৪ জনের মৃত্যু হয় ও আক্রান্ত হন সাত লাখ ৬ হাজার ৯১ জন মানুষ।

বুধবার (১৮ আগস্ট) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৯৩ লাখ ৭৯ হাজার ২৯৬ জন। এর মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৯৪ হাজার ৬৭৬ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ১৩৩ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বের শীর্ষে অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৫৮২ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৪০ হাজার ৯৩ জন। এছাড়াও সুস্থ হয়েছেন তিন কোটি দুই লাখ ৮৯ হাজার ৯৮৯ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ২২ লাখ ৮৫ হাজার ১০১ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৩২ হাজার ৫৫২ জন। এছাড়া সেরে উঠেছেন তিন কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৪০৫ জন

সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি চার লাখ ১৭ হাজার ২০৪ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৭০ হাজার ৭১৮ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৯৩ লাখ ১৩ হাজার ৫৪৬ জন।

সংক্রমণের এ তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন।

তালিকায় ২৬ নম্বরে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন। এতে মারা গেছেন ২৪ হাজার ৫৪৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।
(ওএস/এএস/আগস্ট ১৮, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test