E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিতে লকডাউন বাড়লো আরো চার সপ্তাহ

২০২১ সেপ্টেম্বর ১৪ ১৯:০৭:৩২
অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিতে লকডাউন বাড়লো আরো চার সপ্তাহ

সুরঞ্জিত বিশ্বাস সুমন, অস্ট্রেলিয়া প্রতিনিধি : করোনার প্রভাব বিস্তার হওয়ায় অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরির চলতি আরো চার সপ্তাহ বাড়িয়ে ১৫ই অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যান্ড্রু বার এ ঘোষণা দিয়ে বলেন, কর্তৃপক্ষ সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। একই সঙ্গে টিকা দেয়ার সংখ্যা সর্বোচ্চ করারও চেষ্টা চালাচ্ছে।

এছাড়া তিনি বলেন, টিকাদান ক্রিসমাস উৎসবের আগেই শেষ হলে আমরা নিরাপদভাবে ক্রিসমাস উৎসব পালন করতে পারবো।
ক্যানবেরায় একজন মাত্র করোনা রোগি শনাক্তের পর গত ১২ আগস্ট লকডাউনের আদেশ জারি করা হয়। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে মঙ্গলবার ২২টি নতুন স্থানীয় কেস রেকর্ড করা হয়েছে।

এদিকে, নিউ সাউথ ওয়েলসে ১,১২৭জন নতুন করে করোনায় আক্রান্ত ও দুজনের মৃত্যুর রেকর্ড করেছে।
কোভিড -১৯ সাপোর্ট পেমেন্ট, কর্মী এবং বিপন্ন মানুষদের জন্য সম্প্রসারিত করা হয়েছে, যার মধ্যে সাংস্কৃতিক এবং ভাষাগতভাবে বিভিন্ন গোষ্ঠীর জন্য অনুদানও রয়েছে।

এছাড়া ভিক্টোরিয়ায় স্থানীয় ৪৪৫টি নতুন কেস এবং দুজনের মৃত্যু রেকর্ড করেছে। রাজ্যে এখন ৩,৭৯৯ সক্রিয় রোগী রয়েছে, যার মধ্যে ৮৫ শতাংশ ৫০ বছরের কম বয়সী।

ডেপুটি প্রিমিয়ার জেমস মারলিনো রিজিওনাল ভিক্টোরিয়া এবং মেট্রোপলিটন মেলবোর্নে কমিউনিটি মানসিক স্বাস্থ্য সেবা স্থাপনের জন্য ২২.১ মিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছেন।

(এসবি/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test