E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনা শনাক্তের হার ৪.৫৪

২০২১ সেপ্টেম্বর ২৪ ১৮:৩৩:৫৮
করোনা শনাক্তের হার ৪.৫৪

স্টাফ রিপোর্টার : দেশে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা কমছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৫৪ শতাংশ। ফলে টানা চারদিন ধরে শনাক্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে।

এর আগে প্রায় সাড়ে ছয় মাস পর মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ৫ শতাংশের নিচে নেমে আসে করোনা রোগী শনাক্ত। তখন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬৯ শতাংশ। বুধবার (২২ সেপ্টেম্বর) শনাক্তের হার হয় ৪ দশমিক ৭৯ শতাংশ। এরপর বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) শনাক্তের হার হয় ৪ দশমিক ৬১ শতাংশ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১৪১টি নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ১৪১টি। এ পর্যন্ত মোট ৯৫ লাখ ৭৯ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৩ জন। নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ১৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রুবেদ আমিন করোনা পরিস্থিতি সংক্রান্ত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, বর্তমানে করোনা সংক্রমণ ক্রমেই কমছে। স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ আরও কমে আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩৬৮ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে পুরুষ ১৮ এবং নারী ১৩ জন। এ সময়ের মধ্যে ঢাকায় ১৬, চট্টগ্রামে ৮, রাজশাহীতে ২, খুলনায় ১, সিলেটে ১, রংপুরে ২ ও ময়মনসিংহে বিভাগে ১ জন মারা গেছেন। তবে বরিশালে কারও মৃত্যু হয়নি।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test