E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিশ্বে করোনায় আরও ১১৮৩ মৃত্যু, শনাক্ত পৌনে তিন লাখ

২০২৩ জানুয়ারি ১৮ ১৩:৪৭:১১
বিশ্বে করোনায় আরও ১১৮৩ মৃত্যু, শনাক্ত পৌনে তিন লাখ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এসময়ে এক হাজার ১৮৩ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন দুই লাখ ৭২ হাজার ২৯ জন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন তিন লাখ ২৪ হাজার ৯৭৪ জন।

এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৩৩ হাজার ৫২৯ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ১৮ লাখ ৫১ হাজার ৪৭৯ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৫২৭ জন।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। আর দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, হংকং, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো দেশগুলো।

দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৮৯ জন এবং মারা গেছেন ৩৫৭ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৮১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬৩ হাজার ৩২০ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে একদিনে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ১৭৬ জন এবং মারা গেছেন ১১৬ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট সংক্রমিত ১০ কোটি ৩৬ লাখ ১৪ হাজার ৪১১ জন এবং মারা গেছেন ১১ লাখ ২৫ হাজার ৮৯৫ জন।

সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩০ জন এবং সংক্রমিত হয়েছেন ২১ হাজার ২৭৩ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৬ লাখ ৮২ হাজার ৭৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৫৯১ জনের।

একদিনে রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৪২ জন এবং মারা গেছেন ৪৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৮ লাখ ৬৪ হাজার ৯৪৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৪৮৩ জনের।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৪৫০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৮০৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ১৫৩ জন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৩৮১ জন এবং মারা গেছেন ৯৯ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৯৪ লাখ ৬১ হাজার ৩৮৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৩ হাজার ৫৬২ জন।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৯৭০ জন এবং মারা গেছেন ৩০ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৯২ লাখ ৪৫ হাজার ৬৬ জন এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ৯০৩ জনের।

দক্ষিণ কোরিয়ায় একদিনে ৩০ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ১৯৯ জন এবং মারা গেছেন ৩০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত ২ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ২৩৪ জন এবং মারা গেছেন ৩৩ হাজার ১৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে হংকংয়ে সংক্রমিত ৩ হাজার ৮৪৩ জন এবং মারা গেছেন ৪৬ জন, মেক্সিকোতে সংক্রমিত ৫৬৩ জন এবং মারা গেছেন ১০ জন।

(ওএস/এএস/জানুয়ারি ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

১০ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test