E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিশ্বে আরও ১২০৬ প্রাণহানি, শনাক্ত-মৃত্যুতে শীর্ষে জাপান

২০২৩ জানুয়ারি ২৭ ১৩:০৩:৪৮
বিশ্বে আরও ১২০৬ প্রাণহানি, শনাক্ত-মৃত্যুতে শীর্ষে জাপান

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। এসময়ে ভাইরাসটিতে এক হাজার ২০৬ জনের মৃত্যু এবং এক লাখ ৯২ হাজার ৩৯১ জন সংক্রমিত হয়েছেন। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন দুই লাখ ৮৮ হাজার ২৬ জন।

এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৫৪ হাজার ৬৭১ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৪২ লাখ ৬৬ হাজার ৭০৫ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ কোটি ৬২ লাখ ৫৮ হাজার ২৯৮ জন।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে জার্মানি, ব্রাজিল, মেক্সিকো, রাশিয়া, চিলি, হংকং, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো দেশগুলো।

দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৯ হাজার ৮৮৫ জন এবং মারা গেছেন ৪১০ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ২৩ লাখ ১০ হাজার ৯৩৯ জন এবং মারা গেছেন ৬৬ হাজার ৭০৭ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৪৫৭ জন এবং মারা গেছেন ২০৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৪০ লাখ ৯৩ হাজার ৪৯৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং ১১ লাখ ৩২ হাজার ১৩২ জন মারা গেছেন।

শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৭৮২ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ৬৫০ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯৬ হাজার ৭৩১ জন।

ফ্রান্সে একদিনে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ২৮৭ জন এবং মারা গেছেন ২৮ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৯৫ লাখ ৩ হাজার ৪৭৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৭৭ জন এবং মারা গেছেন ৪০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৯ লাখ ১৭ হাজার ৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৮৬১ জনের।

দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৫ হাজার ৯৬ জন এবং মারা গেছেন ২৬ জন। একই সময়ে মেক্সিকোতে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৩৮ জন এবং মারা গেছেন ৭১ জন।

তাইওয়ানে একদিনে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৪৪ জন এবং মারা গেছেন ২১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৪ হাজার ১৩৮ জন এবং মৃত্যু হয়েছে ১৬ হাজার ১৮৯ জনের।

গত ২৪ ঘণ্টায় হংকংয়ে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪০১ জন এবং মারা গেছেন ২৮ জন। একই সময়ে চিলিতে শনাক্ত হয়েছেন ২ হাজার ২১৬ জন এবং মারা গেছেন ৩৮ জন।

(ওএস/এএস/জানুয়ারি ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

১০ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test