E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

করোনায় বিশ্বে একদিনে ৬১৯ মৃত্যু, জাপানেই ৩৩৮

২০২৩ জানুয়ারি ২৯ ১১:৪৬:২০
করোনায় বিশ্বে একদিনে ৬১৯ মৃত্যু, জাপানেই ৩৩৮

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন এক লাখ ৪৪ হাজার ২৫৪ জন। আর করোনা থেকে সেরে উঠেছেন দুই লাখ ১৮ হাজার ৬৩৮ জন।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৫৮ হাজার ৬৯৯ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৪৭ লাখ ২০ হাজার ৯৩৮ জনে। আর সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৪৯৩ জন।

রবিবার (২৯ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, হংকং, ব্রাজিল, তাইওয়ান, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো।

জাপানে গত ২৪ ঘণ্টায় ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটিতে শনাক্ত হয়েছেন ৫৪ হাজার ৭৮২ জন। এ নিয়ে জাপানে করোনায় মৃত্যু বেড়ে হলো ৬৭ হাজার ৩৮৮ জন এবং শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো তিন কোটি ২৪ লাখ ১৯ হাজার ৬৩২ জনে। আর করোনা থেকে সেরে উঠেছেন ২৬ হাজার ৪৮৬ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন চার হাজার ৮৩৫ জন এবং মারা গেছেন ১৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৪১ লাখ ১১ হাজার ৭৪৭ জন করোনায় সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে ১১ লাখ ৩২ হাজার ২৫৪ জন মারা গেছেন।

শনাক্তের দিক থেকে পঞ্চম ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৪ জন। এসময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন তিন হাজার ৬৪১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত তিন কোটি ৬৮ লাখ ৯ হাজার ৬০৮ জন এবং মারা গেছেন ছয় লাখ ৯৬ হাজার ৮০৯ জন।

দক্ষিণ কোরিয়ায় একদিনে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৩৬৭ জন এবং মারা গেছেন ২৯ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত তিন কোটি এক হাজার ৭৩০ জন এবং মারা গেছেন ২৩ লাখ ৩৬৭ জন।

২৪ ঘণ্টায় রাশিয়ায় সংক্রমিত হয়েছেন সাত হাজার ২১৯ জন এবং মারা গেছেন ৪২ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত দুই কোটি ১৯ লাখ ৩১ হাজার ৪৮০ জন এবং মৃত্যু হয়েছে তিন লাখ ৯৪ হাজার ৯৪৪ জনের।

(ওএস/এএস/জানুয়ারি ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test