E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনায় বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় ৫৩৮ মৃত্যু, জাপানে ২৫১

২০২৩ জানুয়ারি ৩০ ১২:০৯:৫৬
করোনায় বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় ৫৩৮ মৃত্যু, জাপানে ২৫১

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫৩৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে জাপানেই মারা গেছেন ২৫১ জন। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৮৩৬ জন। এরমধ্যে জাপানে করোনা শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৭২৯ জনের।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৫৯ হাজার ২৮৪ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৩১৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৪২৮ জন।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া গেছে এসব তথ্য।

ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬২৩ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ কোটি ৪১ লাখ ১৫ হাজার ৩৭০ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ৩২ হাজার ২৫৬ জন।

বেশ কয়েক মাস ধরে করোনা ঊর্ধ্বমুখী থাকা জাপানে মোট মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৬৩৯ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৩৬১ জনের।

এছাড়া দক্ষিণ কোরিয়ায় একদিনে মারা গেছেন ২৯ জন, রাশিয়ায় ৪০ জন, মেক্সিকোতে ৯৫ জন এবং চিলিতে মৃত্যু হয়েছে ২৭ জনের।

বাংলাদেশে এসময়ে করোনায় কারো মৃত্যু না হলেও শনাক্ত হয়েছে ১৬ জন নতুন রোগী।

(ওএস/এএস/জানুয়ারি ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test