গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন সীমানা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ১৬ বছর পর তফশীল ও ভোট গ্রহণের তারিখ ঘোষণা হলেও পর পর দু’বার ভোট গ্রহণের দু’দিন আগে নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ ইউনিয়নবাসি বুধবার সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন করে।

সকাল সাড়ে ১১টায় সাঘাটার ডাকবাংলা মোড়ে ঘন্টাব্যাপি সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচির পালন এলাকার জনগণ।

মানববন্ধনে নির্বাচনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রাথী আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ, মশিউর রহমান, আমিনুল ইসলাম বুলবুল প্রমুখ।

উল্লেখ্য, চলতি বছর ২৩ মে ভোট গ্রহণের সকল প্রস্তুতি প্রশাসন নিলেও ওই ইউনিয়নের এক ব্যক্তির দায়ের করা সীমানা নির্ধারণ মামলার প্রেক্ষিতে হাইকোর্ট ভোট গ্রহণের আগের দিন গত ২২ মে নির্বাচন স্থগিত ঘোষনা করে। দ্বিতীয় দফায় গত ২৪ সেপ্টেম্বর রোববার পুনরায় ভোট গ্রহণের তারিখ নির্ধারন করা হলেও ঠিক একইভাবে ভোট গ্রহণও স্থগিত করে নির্বাচন কমিশন। এতে করে ভোটারদের মধ্যে ক্ষোভ ও হাতাশা বিরাজ করছে।

(এইচআইবি/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০১৭)