গাইবান্ধা প্রতিনিধির : মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা বন্ধ করে তাদের দেশে ফিরিয়ে নেয়ার দাবিতে বাংলাদেশ আইনজীবী সহকারিদের কাউন্সিল এ্যাক্ট পাশের দাবিতে বুধবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতি এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির সভাপতি আব্দুল মান্নান সরকার, সহ-সভাপতি মমতাজ তালুকদার, সাধারণ সম্পাদক আশরাফুল আলম চাকলাদার লিটন, সাংগঠনিক সম্পাদক আলম মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ডিপ্টী, দপ্তর সম্পাদক ফরিদ মিয়া, সমাজ ক্যরাণ সম্পাদক মো. সুরুজ্জামান, সিনিয়র আইনজীবী সহকারি খায়রুল আলম ও কামরুল হাসান লিটন প্রমুখ।

বক্তারা মিয়ানমারে রোহিঙ্গাদের উপর সকল নির্যাতন বন্ধ করে তাদেরকে নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবি জানান। সেইসাথে আইনজীবী সহকারিদের কাউন্সিল এ্যাক্ট পাশেরও দাবি জানান।

(এইচআইবি/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০১৭)