কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ইভটিজিং, মাদক,বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভা ও ওপেন হাউস ডে মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়মে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলী আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালীর পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শাখাওয়াত হোসেন চৌধুরী, ইউপি সদস্য মো.ইব্রাহিম প্রমুখ।

সভায় পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান মাদক আসক্তদেরকে স্বাভাবিক জীবনে ফেরার জন্য বিভিন্ন কৌশলের কথা জানান। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

(এমকেআর/এসপি/অক্টোবর ০৪, ২০১৭)